বাজিস-৬ : জয়পুরহাটে গবেষণা ও মূল্যায়ন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

108

বাজিস-৬
জয়পুরহাট- ওয়ার্কশপ
জয়পুরহাটে গবেষণা ও মূল্যায়ন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত
জয়পুরহাট, ১৭ নভেম্বর, ২০২০ (বাসস) : বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দফতরের পরিচালনায় ও জয়পুরহাট জেলা স্কাউটসের ব্যবস্থাপনায় দিন ব্যাপী জেলা পর্যায়ে গবেষণা ও মূল্যায়ন বিষয়ক এক ওয়ার্কশপ আজ মঙ্গলবার জেলা স্কাউট ভবনে অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯ টায় ওই ওয়ার্কশপের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও জেলা স্কাউট কমিশনার ইশরাত ফারজানা। বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার, জেলা স্কাউট সম্পাদক ও সাংবাদিক শাহাদুল ইসলাম সাজুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী আঞ্চলিক স্কাউটসের উপ পরিচালক অলক চক্রবর্তী, বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক ( গবেষণা ও মূল্যায়ন) মো: হাদিসুর রহমান, সহকারী কমিশনার ( সংগঠন) নন্দলাল পার্শী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল কবীর প্রমূখ।
গবেষণা ও মূল্যায়নে প্রাপ্ত সুপারিশমালা যে কোন কর্মসূচী বাস্তবায়নে প্রয়োগ করা হলে সেই কাজের গুণগত মান নিশ্চিত করা সম্ভব বলে অভিমত দেন বক্তারা । জেলা পর্যায়ে আয়োজিত ওই গবেষণা ও মূল্যায়ন বিষয়ক ওয়ার্কশপে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের ৫০ জন স্কাউট কর্মকর্তা অংশগ্রহণ করছেন।
বাসস/সংবাদদাতা/১২২৫/নূসী