কুমিল্লায় মুজিব বর্ষে রিকশা ভ্যান বিতরণ

187

কুমিল্লা (দক্ষিণ), ১৭ নভেম্বর, ২০২০ (বাসস) : মুজিব বর্ষের উপহার হিসেবে মৎস্য অধিদপ্তরের উগ্যোগে কুমিল্লা আদর্শ সদর উপজেলার নিবন্ধিত ৫০ জন জেলের মাঝে আজ সকাল ১০ টায় রিকশা ভ্যান বিতরণ করা হয়।
কুমিল্লা-৬ সংসদীয় আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার জেলেদের মাঝে এ রিকশা ভ্যান বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু,,আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, কুমিল্লা ফরটিস হাসপাতালের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ সারোয়ার হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুল রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা বকুল, জেলা মৎস্য কর্মকর্তা মো.শরিফ উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.ইকবাল হোসেন প্রমূখ
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো.শরিফ উদ্দিন বাসসকে বলেন, মুজিব বর্ষের উপহার হিসেবে মৎস্য অধিদপ্তরের উগ্যোগে কুমিল্লা আদর্শ সদর উপজেলার নিবন্ধিত ৫০ জন জেলের মাঝে রিকশা ভ্যান বিতরণ করা হয়েছে ।