বাজিস-১৭ : নীলফামারীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কর্মশালা

205

বাজিস-১৭
নীলফামারী-কর্মশালা
নীলফামারীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কর্মশালা
নীলফামারী, ১৬ নভেম্বর ২০২০ (বাসস): জেলায় আজ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নীলফামারী ইউনিটের উদ্যোগে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় দিনব্যাপি এ কর্মশালা শুরু হয়।
নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে কর্মশালায় রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের উপপরিচালক ও প্রকল্প ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন, জীবনমান উন্নয়ন প্রকল্পের সমন্বয়কারী মো. কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কের) এ এস এম মোক্তারুস জামান, জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান পল্লবী প্রমুখ বক্তব্য রাখেন।
জেলায় রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেভল কর্মকর্তা মো. ফজলুল করিম জানান, কর্মশালায় বিভিন্ন পর্যায়ের ৩০জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। কর্মশালায় গ্রামীণ নারীদের নেতৃত্ব, নারীর ক্ষমতায়ন, দ্বন্দ নিরসন, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে করণীয় ও নারী নেতৃত্ব বিকাশের বিষয়ে আলোচনা করা হয়।
বাসস/সংবাদদাতা/২১০৯/এমকে