বাজিস-১৬ : সাতক্ষীরায় ‘ব্রি’র দু’দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

183

বাজিস-১৬
সাতক্ষীরা- কর্মশালা
সাতক্ষীরায় ‘ব্রি’র দু’দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা
সাতক্ষীরা, ১৬ নভেম্বর ২০২০ (বাসস): জেলায় আজ বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের (ব্রি) আয়োজনে কৃষিযন্ত্র চালনা ও রক্ষণাবেক্ষণের উপর যন্ত্রচালক ও মেকানিকদের দু’দিনব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
আজ সোমবার সকালে জেলার বিনেরপোতায় ব্রি’র সম্মেলনকক্ষে এই কর্মশালা শুরু হয়।
জুম প্লাটফর্মের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবির।
সাতক্ষীরার ব্রি’র আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড. মো: মফিজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রি’র প্রকল্প পরিচালক ড. এ কে এম সাইফুল ইসলাম, ব্রি’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিশ্বজিৎ কর্মকার, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো নূরুল ইসলাম প্রমুখ।
দু’দিনব্যাপি এ কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার চল্লিশজন যন্ত্রচালক ও মেকানিক অংশগ্রহণ করছেন।
বাসস/সংবাদদাতা/২১০৮/এমকে