বাজিস-১৫ : ‘মুজিববর্ষ’ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ শুরু

144

বাজিস-১৫
ঠাকুরগাঁও- গৃহনির্মান
‘মুজিববর্ষ’ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ শুরু
ঠাকুরগাঁও, ১৬ নভেম্বর ২০২০ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে জেলায় আজ ভূমিহীন ও গৃহহীনদের পূনর্বাসনের লক্ষ্যে গৃহনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার বিকালে সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নে সরকারি খাসজমিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ‘ক’ শ্রেনীর ভুমিহীনদের পূর্ণবাসনের লক্ষ্যে গৃহ নির্মাণ কার্যক্রম উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুল ইসলাম সোহাগ প্রমুখ।
এসময় জেলা প্রশাসক দুঃস্থ বিধবা মোছা. ময়নাকে তার নামে জমি বন্দোবস্তসহ গৃহনির্মাণ কাজের উদ্বোধন করে দেন।
এর আগে, সোমবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নে ঘর নির্মাণকাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক। সেখানে ঠুমনিয়া গ্রামের আলেফা বেগমের ঘরের নির্মানকাজ উদ্বোধনের মাধ্যমে উপজেলার ৪৫ টি ঘরের নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
এসময় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. যোবায়ের হোসেন, ধনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ সময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও জেলায় মোট সাতহাজার নয়শ’ ৮৫ টি ঘর নির্মাণ করা হবে।
বাসস/সংবাদদাতা/২১০৭/এমকে