হবিগঞ্জে ‘এসডিজি’ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

314

হবিগঞ্জ, ১৬ নভেম্বর ২০২০ (বাসস): জেলায় আজ স্থানীয় পর্যায়ে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’ (এসডিজি) বাস্তবায়ন বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার জেলা শিল্পকলা মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘গভর্ন্যান্স ইনোভেশন’ ইউনিটের সহায়তায় জেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তারের পরিচালনায় কর্মশালায় ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের (এসডিজি বিষয়ক) মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ।
বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি, অতিরিক্ত সচিব আশরাফ উদ্দিন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট-এর পরিচালক (উপসচিব) মোহাম্মদ আলী নেওয়াজ রাসেল।
কর্মশালা সম্পর্কে ধারণা দেন গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. আরিফুল হক মামুন।
এ কর্মশালায় জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্যসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ীসহ একশ’জন অংশগ্রহণ করেন।