ফেনীতে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে নয়টি প্রতিষ্ঠানের জরিমানা

225

ফেনী, ১৬ নভেম্বর ২০২০ (বাসস): জেলা সদরে আজ অবৈধভাবে সড়ক ও ফুটপাতের জায়গা দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে নয়টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার বেলা ১২টার দিকে শহরের ট্রাংক রোডে এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, শহরের ট্রাংক রোডের বড় মসজিদ হতে পুরাতন সোনাগাজী বাস্যস্ট্যান্ড পর্যন্ত শতাধিক দোকানে এ অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে সড়ক ও ফুটপাতের জায়গা দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় আইনানুযায়ী নুপুর কুটির এন্ড ফার্নিচারের দু’টি দোকানকে চারহাজার টাকা, সাইফুল ট্রেডার্সকে দুইহাজার টাকা, শিপন ট্রেডার্সকে একহাজার টাকা, এশিয়ান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে দুইহাজার টাকা, শান্ত ইঞ্জিনিয়ারিংকে দুইহাজার টাকা, হাজী মিষ্টিমেলাকে দুইহাজার টাকা, চিশতিয়া ট্রান্সপোর্টকে দুইহাজার টাকা এবং ঢাকা মেটালকে দুইহাজার টাকাসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।