বাজিস-১ : কালিহাতীতে সরকারের গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন হচ্ছে

201

বাজিস-১
টাঙ্গাইল -গ্রামীণ অবকাটামো
কালিহাতীতে সরকারের গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন হচ্ছে
টাঙ্গাইল, ৭ আগস্ট, ২০১৮ (বাসস): সরকারের টিআর-কাবিখা ও কাবিটা প্রকল্প বাস্তবায়নে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন হচ্ছে এখন টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। কালিহাতীতে বরাদ্দকৃত টিআর-কাবিখা ও কাবিটা কর্মসূচির আওতায় গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন কাজে বরাদ্দকৃত অর্থের কাজ হচ্ছে।
উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্রে, সব মানুষের উন্নয়নের লক্ষ্যে বিগত ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে প্রধান মন্ত্রী শেখ হাসিনার “ দিন বদলের সনদ” হিসেবে রূপকল্প-২০২১ উপস্থাপন করেছিলেন দেশের জনগণের কাছে। বিগত ২০০৯ সাল থেকে বাস্তবে দেশের দিন বদলে যেতে শুরু করেছে। এরই লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলের পাশাপাশি কালিহাতী উপজেলার জনসাধারণের জীবনমান বিনির্মাণে, গ্রামীণ যোগাযোগ, গ্রামীণ অবকাঠামো ব্যবস্থার মান উন্নয়ন, উপজেলার সামাজিক নিরাপত্তায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, টিআর কাবিখা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্রিজ, কালভার্ট নির্মাণ, সোলারসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন, গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা/কাবিখা) এর বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে দৃশ্যপট উন্নয়নে পাল্টে যাচ্ছে কালিহাতী উপজেলার প্রত্যন্ত অঞ্চল। ক্ষুদা, দারিদ্র পীড়িত, অসহায় প্রত্যন্ত পল্লীর জনসাধারণকে রুগ্ন প্রতিচ্ছায়া থেকে বের করে আনতে কালিহাতী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সরকারের রূপকল্প বাস্তবায়নে নিবেদিত অন্যতম ভূমিকা পালন করছে। উন্নত গ্রামের পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গড়তে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে এ উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্রে জানা যায়, বিগত ২০১৭-১৮ অর্থ বছরের উপজেলা চেয়ারম্যানের অনুকুলে সাধারণ বরাদ্দের ১ম পর্যায় কাবিটা ২৭ লাখ ৫৩ হাজার ১৬ টাকা ৩৪ পয়সা ১৫টি রাস্তার প্রকল্প, সোলার ২৬ লাখ ৯৮ হাজার ৫৪ টাকা ১ পয়সা ১২০টি হোম সোলার।
২য় পর্যায় কাবিখা (চাল) ৭০.৩৫ মেট্রিকটন ১৫টি রাস্তার প্রকল্প, সোলার ২৬ লাখ ৯৬ হাজার ৬৯ টাকা ৪৮ পয়সা ১০১টি হোম সোলার ও ৬ টি ষ্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। সাধারণ টিআর-১ম পর্যায় টিআর ১৯ লাখ ৪৩ হাজার ২শ’ ৬৯ টাকা ৫৫ পয়সা ২৪টি রাস্তা, ধর্মীয়, শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান, ১৯ লাখ ৪ হাজার ৪শ’ ৪ টাকা ১৬ পয়সা ৮৫টি হোম সোলার বিতরণ। ২য় পর্যায় টিআর ১৯ লাখ ৪১ হাজার ৯শ’ ৭৯ টাকা ২৮ পয়সা ২২টি রাস্তা, ধর্মীয়, শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান, হোম সোলার ১৯ লাখ ৩ হাজার ১শ’ ৩৯ টাকা ৬৯ পয়সা ৮৫টি হোম সোলার ও ৪টি ষ্ট্রিট লাইট স্থাপন।
স্থানীয় সংসদ সদস্য (এমপি)’র অনুকূলে বিশেষ বরাদ্দ- ১ম পর্যায়ে কাবিটা ৫৭ লাখ ৬২ হাজার ৯শ’ ৯৮টাকা ৪০ পয়সা ২৪টি রাস্তার প্রকল্প, সোলার- ৫৬ লাখ ৪৭ হাজার ৭শ’ ৩৮টাকা ৪৩ পয়সা ৯৯টি ষ্ট্রিট লাইট স্থাপন। ২য় পর্যায় কাবিখা (চাল) ১৪৭.৩৮৬ মেট্রিকটন ১৬টি রাস্তার প্রকল্প, সোলার-৫৬ লাখ ৪৭ হাজার ৭শ’ ৩৮টাকা ৪৩ পয়সা ৯৯টি ষ্ট্রিট লাইট স্থাপন। বিশেষ টিআর-১ম পর্যায় টিআর ৪৮ লাখ ৬৯ হাজার ২শ’ ৩টাকা ৩২ পয়সা ৮২টি ধর্মীয়, শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান, সোলার-৪৭ লাখ ৭১ হাজার ৮শ’ ১৯ টাকা ২৬ পয়সা ২৩৭টি হোম সোলার বিতরন। ২য় পর্যায়ে টিআর-৪৮ লাখ ৬৯ হাজার ২শ’ ৩ টাকা ৩২ পয়সা ৮৭টি ধর্মীয়, শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান, সোলার-৪৭ লাখ ৭১ হাজার ৮শ’ ১৯ টাকা ২৬ পয়সা ২৩৭টি হোম সোলার ও ১৯টি ষ্ট্রিট লাইন স্থাপনসহ ৪০ দিনের কর্মসূচি সঠিক ও সুন্দরভাবে বাস্তবায়ন হয়েছে।
এ বিষয়ে কালিহাতী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন জানান, এ প্রকল্পগুলোর মাধ্যমে অবহেলিত ও পিছিয়ে পড়া জনগণের জীবনমান উন্নত করার জন্যই কাজ করছে সরকার।
বাসস/সংবাদদাতা/রপা/০৯৩০/নূসী/-