বাসস রাষ্ট্রপতি-২ : বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

131

বাসস রাষ্ট্রপতি-২
রাষ্ট্রপতি- শোক
বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২০ (বাসস) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, পৌরসভার সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মেজবাহ উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় মেজবাহ উদ্দিন তার এলাকার লোকজনকে সংগঠিত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিলেন।
তিনি বলেন, ‘তার মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠককে হারিয়েছে।’
রাষ্ট্রপতি প্রয়াত মুক্তিযোদ্ধার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মেজবাহ উদ্দিন আহমেদ ৮৮ বছর বয়সে গত রাতে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান।
বাসস/সবি/এসআইআর/অনু-এমএন/১৮৫০/-শআ