বাজিস-৭ : নোয়াখালীর সুবর্ণচরে অস্ত্রসহ গ্রেফতার ২

115

বাজিস-৭
নোয়াখালী-গ্রেফতার
নোয়াখালীর সুবর্ণচরে অস্ত্রসহ গ্রেফতার ২
নোয়াখালী, ১৬ নভেম্বর, ২০২০ (বাসস): জেলার সুবর্ণচর উপজেলা থেকে গতরাত ১২টায় চর জব্বর থানা পুলিশ ২ ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে।
আটকরা হলো, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আবদুল্যা ইউনিয়নের নূর ইসলাম মাঝির ছেলে শেখ ফরিদ (৩২) ও একই উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের পূর্ব চর কলাকোপা গ্রামের আহমদ উল্যার ছেলে আইয়ুব নবী (৪২)। আটক দুইজন ওই উপজেলার শীর্ষ সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ।
চর জব্বার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতরাত ১২ টায় জিয়ার বাজার বেড়ি বাঁধ এলাকায় অভিযান চালিয়ে লক্ষ্মীপুর থেকে অস্ত্র বিক্রি করতে আসা শীর্ষ সন্ত্রাসী শেখ ফরিদ ও আইয়ুব নবীকে গ্রেফতার করা হয়। সে সময় তাদের কাছ থেকে দু’টি এলজি ও চার রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।
তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে দস্যুতা ও অস্ত্র আইনসহ বিভিন্ন ঘটনায় হবিগঞ্জ সদর, লক্ষ্মীপুর জেলার রামগতি ও নোয়াখালী জেলার হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে। আজ দুপুরে আটকদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে হাজির করলে, বিচারক তাদের জেল হাজতে প্রেরণ করে।
বাসস/সংবাদদাতা/১৪৩০/-নূসী