বাসস দেশ-৪ : কর্নেল (অব.) শওকত আলী’র মৃত্যুতে সেতুমন্ত্রীর শোক

94

বাসস দেশ-৪
কাদের-শোক-শওকত
কর্নেল (অব.) শওকত আলী’র মৃত্যুতে সেতুমন্ত্রীর শোক
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২০ (বাসস) : আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলী’র মৃত্যুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলী আজ সোমবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না —– রাজিউন)।
তার বয়স হয়েছিল ৮৪ বছর।
তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি মুক্তিসংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ‘৭১ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ছিলেন।
বাসস/সবি/বিকেডি/১৩৩০/-আসাচৌ