যশোরে ১৮ হাজার মেট্রিক টন ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ

202

যশোর, ১৬ নভেম্বর, ২০২০ (বাসস) : চলতি আমন মওসুমে জেলার ৮উপজেলায় সরকারিভাবে ৫হাজার ১৯১ মেট্রিক টন ধান এবং ১৩হাজার ৭শ’ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ।গত ৭ নভেম্বর থেকে শুরু হয়েছে ধান কেনা এবং চাল কেনা শুরু হয়েছে গত ১৫ নভেম্বর থেকে।এ সংগ্রহ অভিযান চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনবে খাদ্য বিভাগ এবং তালিকাভূক্ত মিলারদের কাছ থেকে চাল কেনা হবে বলে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে।প্রতি কেজি ধানের মূল্য ২৬টাকা, সিদ্ধ চালের মূল্য প্রতি কেজি ৩৭টাকা এবং আতপ চালের মূল্য ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি আমন মওসুমে যশোর সদর উপজেলায় ১হাজার ২১ মেট্রিক টন ধান এবং ৩হাজার ৫২ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।এছাড়া মনিরামপুর উপজেলায় ৮শ’৭৭ মেট্রিক টন ধান এবং ৫শ’৬৫ মেট্রিক টন চাল, কেশবপুর উপজেলায় ৩শ’১২ মেট্রিক টন ধান এবং ৫শ’৬৪ মেট্রিক টন চাল, অভয়নগর উপজেলায় ১শ’৮৫ মেট্রিক টন ধান এবং ৩ হাজার ৪শ’৭১ মেট্রিক টন চাল,বাঘারপাড়া উপজেলায় ৬শ’৮০ মেট্রিক টন ধান এবং ৯শ’২৬ মেট্রিক টন চাল,ঝিকরগাছা উপজেলায় ৬শ’৭৫ মেট্রিক টন ধান এবং ৯শ’৪৫ মেট্রিক টন চাল, চৌগাছা উপজেলায় ৭শ’ মেট্রিক টন ধান এবং ৯শ’৭৫ মেট্রিক টন চাল এবং শার্শা উপজেলায় ৭শ’৪১ মেট্রিক টন ধান এবং ৩হাজার ২শ’২ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: আব্দুর রহমান জানান, জেলার বিভিন্ন উপজেলার কৃষকরা যাতে সরাসরি খাদ্য গুদামে ধান দিতে পারেন সেজন্য প্রচার-প্রচারণাসহ লিফলেট বিতরণ করে অনলাইনে কৃষকদের কাছে আবেদন চাওয়া হয়েছে। মধ্যস্বত্বভোগী কিংবা ফড়িয়ারা যাতে কোন প্রকার সুযোগ গ্রহণ করতে না পারে সে লক্ষ্যে অনলাইনে আদেনের মাধ্যমে বাছাইকৃত কৃষকদের তালিকাভূক্ত করা হচ্ছে।প্রকৃত মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করা হচ্ছে বলে তিনি জানান।