বাসস বিদেশ-৩ : ডব্লিউএইচও’র হিসেবে বিশ্বে একদিনে করোনা সংক্রমণের নতুন রেকর্ড

149

বাসস বিদেশ-৩
ভাইরাস –ডব্লিউএইচও-রেকর্ড
ডব্লিউএইচও’র হিসেবে বিশ্বে একদিনে করোনা সংক্রমণের নতুন রেকর্ড
জেনেভা, ১৬ নভেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) হিসেবে বিশ্বে রোববার প্রতিদিনের করোনা সংক্রমণে নতুন রেকর্ড তৈরি হয়েছে।
ডব্লিউএইচও’র ড্যাশবোর্ডে বিশ্বজুড়ে কেবলমাত্র শনিবার করোনা সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৬০ হাজার ৯০৫ জনে। শুক্রবার এ সংখ্যা ছিল ৬ লাখ ৪৫ হাজার ৪১০ জন। এ সব সংখ্যা গত ৭ নভেম্বরের সর্বোচ্চ রেকর্ডকে ছাপিয়ে গেছে। ঐদিন করোনা সংক্রমিত সর্বোচ্চ সংখ্যা ছিল ৬ লাখ ১৪ হাজার ১৩ জন।
করোনা সংক্রমণ শুরুর পর থেকে বিশ্বে এ পর্যন্ত ৫ কোটি ৩৭ লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ১৩ লাখেরও বেশি লোক।
ডব্লিউএইচও’র প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস সতর্ক করে বলেছেন, বিশ্বব্যাপী করোনা নিয়ন্ত্রণে এখনও অনেক পথ বাকী।
তিনি আরো বলেন, নিজে নিজেই ভাইরাটির উল্লেখযোগ্য কোন পরিবর্তন হয়নি এবং এটিকে থামানোর মতো প্রয়োজনীয় পদক্ষেপও নেই।
বাসস/জুনা/১১২৫/জেহক