বাজিস-৮ : নীলফামারীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার

107

বাজিস-৮
নীলফামারী- সেমিনার
নীলফামারীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
নীলফামারী, ১৫ নভেম্বর ২০২০ (বাসস) : জেলায়আজ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের প্রধান অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) বোরহান উদ্দিন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন, মাহবুব হাসান, ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের জেলা কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান দুলাল প্রমুখ বক্তব্য রাখেন।
সেমিনারে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিরা অংশগ্রহন করেন।
বাসস/সংবাদদাতা/১৭৫৫/এমকে