বাজিস-৭ : গোপালগঞ্জে গণমাধ্যমকর্মিদের জন্য অনলাইন কর্মশালা

130

বাজিস-৭
গোপালগঞ্জ-কর্মশালা
গোপালগঞ্জে গণমাধ্যমকর্মিদের জন্য অনলাইন কর্মশালা
গোপালগঞ্জ, ১৫ নভেম্বর ২০২০ (বাসস): জেলার সদর উপজেলায় আজ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে ‘পিফরডি’(প্লাটফরমস ফর ডায়ালগ) প্রকল্পের আওতায় গণমাধ্যমকর্মিদেও জন্য ‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক দু’দিনব্যাপি অনলাইন কর্মশালা শুরু হয়েছে।
আজ রোববার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম ভার্চুয়ালি এ অনলাইন কর্মশালা উদ্বোধন করেন।
ভার্চুয়ালি আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহনাজ আরেফিন। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
এছাড়াও এই অনলাইন কর্মশালায় আর্মেনিয়া থেকে যুক্ত হন ‘পিফরডি’ প্রকল্পের টিম লিডার আর্সেন স্টেফেনিয়ন।
ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে পরিচালিত ‘পিফরডি’ প্রকল্পের আওতায় এ অনলাইন কর্মশালায় জেলার ২৫জন সাংবাদিক নিজ নিজ অবস্থান থেকে অংশগ্রহন করছেন।
বাসস/সংবাদদাততাতা/১৭৩০/এমকে