বাসস ক্রীড়া-৬ : এসি মিলান কোচ পিউলি করোনা পজিটিভ

107

বাসস ক্রীড়া-৬
ফুটবল-করোনা
এসি মিলান কোচ পিউলি করোনা পজিটিভ
মিলান, ১৫ নভেম্বর ২০২০ (বাসস) : এসি মিলান কোচ স্টিফানো পিউলি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাড়িতে সেল্ফ আইসোলেশনে আছেন বলে সিরি-এ ক্লাব সূত্র নিশ্চিত করেছে।
ইতালিয়ান লিগের এই মুহূর্তের শীর্ষ দল মিলানের কোচ ৫৫ বয়সী পিউলির মধ্যে অবশ্য কোন ধরনের উপসর্গ দেখা যায়নি। দলের বাকি সব খেলোয়াড় ও কোচিং স্টাফ নেগেটিভ হয়েছেন বলেও ক্লাব সূত্র ঘোষনা দিয়েছে। পিউলির কারনে শনিবার নিয়মিত অনুশীলন বাতিল করেছে মিলান। তবে আগামী সপ্তাহে নাপোলি সফরকে সামনে রেখে সোমবার থেকে আবারো অনুশীলণ শুরু হবে।
এবারের মৌসুমে এখনো পর্যন্ত অপরাজি রয়েছে পিউলির দল। প্রথম সাত ম্যাচে তারা পাঁচটিতেই জয় তুলে নিয়ে সাসুলোর থেকে দুই পয়েন্ট এগিয়ে ১৭ পয়েন্ট নিয়ে সিরি-এ টেবিলের শীর্ষে অবস্থান করছে।
বাসস/নীহা/১৬৩০/স্বব