বাজিস-৬ : পিরোজপুরে মুজিবর্ষে জেলা পরিষদ গৃহহীনদের ৫৭টি গৃহ নির্মাণ করে দিবে

148

বাজিস-৬
পিরোজপুর-গৃহ নির্মাণ
পিরোজপুরে মুজিবর্ষে জেলা পরিষদ গৃহহীনদের ৫৭টি গৃহ নির্মাণ করে দিবে
পিরোজপুর ,১৫ নভেম্বর,২০২০( বাসস): মুজিব বর্ষ উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে পিরোজপুরে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ৫৭টি ঘর নির্মাণ করে দেয়া হবে। জেলা উন্নয়ন সমন্বয় সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান এ তথ্য জানান। তিনি বলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলার ৪টি পৌরসভা ও ৫৩টি ইউনিয়নে ১টি করে মোট ৫৭টি ঘর গৃহহীনদের জন্য তৈরী করে দেয়া হবে। এছাড়া পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ নিজের অর্থায়নে মুজিববর্ষে এ জেলার ৪টি পৌরসভা ও ৫৩ টি ইউনিয়নে ২টি করে মোট ১১৪টি ঘর তৈরী করে দিবেন।
পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে দুপুর ১টায় জেলা উন্নয়ন সমন্বয়কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। এ সভায় অনান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোল্লা আজাদ হোসেন, ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এ্যাড. মতিউর রহমান, নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক,সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ, নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়দুর রহমান, নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারেফ হোসেন, সিভিল সার্জন, ডাঃ মোঃ হাসনাত ইউসুফ জাকি, স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু মুসা মোহাম্মদ, উপ-পরিচালক সমাজসেবা এ কে এম আক্তারুজ্জামান তালুকদার, সাংবাদিক গৌতম চৌধুরী, মোঃ মনিরুজ্জামান নাছিম, ও এস.এম পারভেজ উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৫০৫/নূসী