বাজিস-১১ : বগুড়ার ধুনটে ‘ইজিপিপি’ প্রকল্পের মাটি কাটার কাজ শুরু

188

বাজিস-১১
বগুড়া-প্রকল্প
বগুড়ার ধুনটে ‘ইজিপিপি’ প্রকল্পের মাটি কাটার কাজ শুরু
বগুড়া, ১৪ নভেম্বর ২০২০ (বাসস) : জেলার ধুনট উপজেলায় আজ অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় মাটি কাটার কাজ শুরু হয়েছে।
আজ শনিবার সকালে কালেরপাড়া, নিমগাছী, ভান্ডারবাড়ী ইউনিয়নে পৃথক পৃথক ভাবে মাটিকাটা কাজের উদ্বোধন করেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
আজ উপজেলার দশটি ইউনিয়নে একযোগে একহাজার ৪৬১জন শ্রমিক এ প্রকল্পের কাজ শুরু করছেন। চল্লিশদিন ব্যাপী এ প্রকল্পের আওতায় শ্রমিকরা দৈনিক দু’শটাকা হারে মজুরী পাবেন।
পৃথক অনুষ্ঠানে মাটি কাটা কাজের উদ্বোধনকালে নিমগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী পাইকার, কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারেজ উদ্দিন, ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৮৪০/এমকে