বাসস ক্রীড়া-১০ : কোহলির জন্য হতাশা লিঁওর

106

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-লিঁও
কোহলির জন্য হতাশা লিঁওর
সিডনি, ১৪ নভেম্বর ২০২০ (বাসস) : সন্তানসম্ভবা স্ত্রী বলিউড তারকা আনুষ্কা শর্মার পাশে থাকতে আসন্ন অস্ট্রেলিয়ার সফরে শেষ তিন টেস্টে খেলবেন না ভারতের অধিনায়ক বিরাট কোহলি। অ্যাডিলেডে প্রথম টেস্ট খেলেই দেশে ফিরবেন কোহলি। শেষ তিন টেস্টে কোহলির না থাকায় হতাশ অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিঁও।
অস্ট্রেলিয়ার হয়ে ৩৯০ টেস্ট উইকেট শিকার করা লিঁও ফক্স স্পোর্টসকে বলেন, ‘বিশ্বসেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। তার বিপক্ষে খেলতে পারাটা, সব সময় আনন্দের। কিন্তু সিরিজের শেষ তিন টেস্টে কোহলি থাকছে না, এটা সকলের জন্য হতাশার। এতে প্রতিন্দ্বন্দিতা অনেকাংশেই কমে যাবে। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেনের সাথে কোহলি বিশ্বের সেরা ব্যাটসম্যান। তার না থাকা হতাশাজনক। তাকে খেলোয়াড় ও ক্রিকেটপ্রেমিরা মিস করবে।’
কোহলি না থাকলেও, ভারতকে সহজভাবে নেয়ার কোন সুযোগ নেই বললেন লিঁও। কোহলিকে ছাড়াও ভারত শক্তিশালী দল। তিনি বলেন, ‘কোহলি ছাড়াও ভারত শক্তিশালী দল। চেতেশ্বর পূজারা, রোহিত শর্মা, লোকেশ রাহুল ও আজিঙ্কা রাহানের মত ব্যাটসম্যান আছে। এছাড়া তরুনরাও ভালো করছে। আমাদের জন্য সিরিজটি অনেক চ্যালেঞ্জিং হবে।’
কোহলির জন্য হতাশা থাকলেও, দলের জন্য সুবিধা হয়েছে বলেও জানান লিঁও। তবে সিরিজ জিততে হলে, অনেক পরিশ্রম করতে হবে বলে জানান তিনি, ‘কোহলি না থাকা মানেই এই নয়, আমরা সিরিজ জিতে নিয়েছি। তবে হ্যাঁ, আমাদের জন্য কিছুটা সুবিধা হয়েছে। আমরা এগিয়ে থেকেই সিরিজ শুরু করবো। তবে আমাদের অনেক পরিশ্রম করতে হবে এবং মাঠে পরিকল্পনাগুলো কাজে লাগাতে হবে।’
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে গোলাপি বলের টেস্ট দিয়ে শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ। ১৭ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে হবে দিবা-রাত্রির টেস্ট। মেলবোর্নে ২৬ ডিসেম্বর হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। সিডনিতে ৭ জানুয়ারি হবে তৃতীয় টেস্ট। ১৫ জানুয়ারি, গাব্বাতে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট।
বাসস/এএমটি/১৭৪৭/স্বব