বাসস ক্রীড়া-২ : ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরে আইরিশ মিডফিল্ডার ব্রাউন করোনায় আক্রান্ত

124

বাসস ক্রীড়া-২
ফুটবল-করোনা
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরে আইরিশ মিডফিল্ডার ব্রাউন করোনায় আক্রান্ত
লন্ডন, ১৪ নভেম্বর ২০২০ (বাসস) : বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের পরেই আয়ারল্যান্ডের মিডফিল্ডার এ্যালান ব্রাউন করোনা পজিটিভ হয়েছেন। ম্যাচটিতে ইংল্যান্ড ৩-০ গোলে জয়ী হয়।
ইংল্যান্ডের দ্বিতীয় টায়ারের দল প্রিস্টনের খেলোয়াড় ব্রাউন ওয়েম্বলীর ম্যাচটিতে পুরো ৯০মিনিটই মাঠে ছিলেন। রোববার কার্ডিফে ওয়েলসের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচের আগে তাকে পুরো দলের থেকে আলাদা করে দেয়া হয়েছে। ফুটবল এসোসিয়েশন অব আয়ারল্যান্ড (এফএআই) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়েছে ইতোমধ্যেই বিষয়টি উয়েফা ও আইরিশ হেলথ সার্ভিসকে অবহিত করা হয়েছে। দলের অন্যান্যরা সবাই নেগেটিভ আছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এবারের সপ্তাহে ইংলিশ ফুটবলের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ব্রাউন করোনায় আক্রান্ত হলেন। এর আগে ওয়েস্ট ব্রুম স্ট্রাইকার ক্যালুম রবিনসনের দেহেও করোনার অস্তিত্ব ধরা পড়ায় ইংল্যান্ডের হয়ে তার মাঠে নামা হয়নি।
বাসস/নীহা/১৫৫৩/স্বব