ফুটবলাররা উয়েফা ও ফিফার ‘পুতুল’ : টনি ক্রোস

630

বার্লিন, ১৩ নভেম্বর ২০২০ (বাসস/এএফপি) : ফুটবলারদেরকে উয়েফা ও ফিফা ‘পুতুল’ হিসেবে ব্যবহার করে বলে মনে করেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। নেশন্স লীগ কিংবা সম্ভাব্য নতুন ইউরোপীয় সুপার লীগের আলোচনায় খেলোয়াড়রা ক্ষমতাহীন।
ক্রুস বলেন,‘ দিন শেষে উয়েফা ও ফিফার নতুন এই উদ্যোগ গ্রহনের ক্ষেত্রে খেলার পুতুল হয়েই থাকে ফুটবলাররা। ২০১৪ সালের বিশ^কাপ জয়ী এই ফুটবল তারকা মনে করেন আরো বলার সুযোগ দরকার। বলতে পারতো নেশন্স লীগ খেলবেন না, অংশ নিবেন না সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপে, কিংবা ২০ বা ততোধিক ক্লাবের অংশগ্রহনে ক্লাব বিশ^কাপে খেলবেন না।’
রিয়াল মাদ্রিদের এই তারকা বলেন, তিনি মনে করেন প্রতিটি খেলোয়াড়কে শারিরিকভাবে ব্যবহারের মাধ্যমে আরো অর্থ আয় করার লক্ষ্যেই এমন সব টুর্নামেন্টের উদ্যোগ নেয়া হচ্ছে।’