বাসস ক্রীড়া-১৩ : সোনা ও মূল্যবান সামগ্রী নিয়ে মুম্বাই বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ক্রুনালকে

174

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-পান্ডিয়া
সোনা ও মূল্যবান সামগ্রী নিয়ে মুম্বাই বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ক্রুনালকে
নয়া দিল্লি, ১৩ নভেম্বর ২০২০ (বাসস) : দু’দিন আগেই সংযুক্ত আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শিরোপা জিতেছেন ক্রুনাল পান্ডিয়া। আইপিএল জিতে বৃহস্পতিবারই দুবাই থেকে মুম্বাই ফিরেন ক্রুনাল।
তবে মুম্বাই বিমানবন্দরে ফেরার পর জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন ক্রুনাল। কারন তার কাছে অঘোষিত সোনা এবং আরও কিছু মূল্যবান সামগ্রী পাওয়া গেছে।
মুম্বাই বিমানবন্দরে নামার পরেই ক্রুনালকে আটকায় ডিরেক্টরেট অব রেভেনিউ ইন্টেলিজেন্সের (ডিআরআই) কর্মকর্তারা। তাকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়।
ডিআরআই সূত্র জানায়, ক্রুনালের কাছে সোনার অলঙ্কার, দামি ঘড়ি ও বেশ কিছু মূল্যবান সামগ্রী পাওয়া গেছে। সে সব সামগ্রী ক্রুনাল বহন করেছেন, সেগুলোর নথি ও ক্রয়পত্র দেখাতে পারেননি ক্রুনাল।
নিয়ম অনুযায়ী, দুবাই থেকে ভারতে আসার পথে পুুরুষ যাত্রীরা ২০ গ্রামের বেশি সোনা বহন করতে পারবেন না। যার মূল্য কোনও ভাবেই পঞ্চাশ হাজার টাকার বেশি হবে না। কিন্তু ক্রুনাল নিয়ম ভঙ্গ করেছেন। তাই ক্রুনালের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ডিআরআই।
আইপিএলের ত্রয়োদশ আসরে নিজেকে মেলে ধরতে পারেননি ক্রুনাল। ১৬ ম্যাচে ১০৯ রান ও ৬ উইকেট শিকার করেছেন তিনি।
বাসস/এএমটি/১৮২৫/স্বব