বাসস ক্রীড়া-১২ : আইসল্যান্ডের বিপক্ষে নেশন্স লীগের ম্যাচ আয়োজনের অনুমতি পেল ইংল্যান্ড

153

বাসস ক্রীড়া-১২
ফুটবল-নেশন্স-ইংল্যান্ড-আইসল্যান্ড
আইসল্যান্ডের বিপক্ষে নেশন্স লীগের ম্যাচ আয়োজনের অনুমতি পেল ইংল্যান্ড
লন্ডন, ১৩ নভেম্বর ২০২০ (বাসস/এএফপি) : আইসল্যান্ডের বিপক্ষে ওয়েম্বলিতে নেশন্স লীগের ম্যাচ আয়োজনের অনুমতি পেয়েছে ইংল্যান্ড। আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রতিপক্ষ দলকে ভ্রমন বিষয়ক ছাড় দেয়েছে যুক্তরাজ্য সরকার।
ব্যপকভাবে করোনা ছড়িয়ে পড়া কোপেনহেগেনে গত রোববার ডেনমার্কের বিপক্ষে নেশন্স লীগের ম্যাচ খেলায় আইসল্যান্ডের ইংল্যান্ড সফরের অনুমতি নিয়ে শংকিত হয়ে পড়েছিল স্বাগতিক দল।
কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপের সংক্রমন শুরু হওয়ায় ৭ নভেম্বর থেকে ভ্রমন নিষেধাজ্ঞার আওতায় পড়ে ডেনমার্ক। ফলে ওয়েম্বলির ফিরতি লেগের ম্যাচটির আয়োজন হুমকিতে পড়ে যায় এবং জার্মানিতে ম্যাচ আয়োজনের পরিকল্পনা নেয় ফুটবল এসোসিয়েশন (এফএ)। বিকল্প ভেন্যু হিসেবে আলবেনিয়াকেও তালিকায় রেখেছিল উয়েফা। কিন্তু ম্যাচ আয়োজনে এখন সুবজ সংকেত দিয়েছে লন্ডন।
এক বিজ্ঞপ্তিতে এফএ জানায়,‘ আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে এটি নিশ্চিত করছি যে আগামী বুধবারের উয়েফা নেশন্স লীগের ম্যাচটি ওয়েম্বলি স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে।’
বাসস/এএফপি/এমএইচসি/১৮২৪/স্বব