সিলেট বিভাগে ২৪ ঘন্টায় করোনায় সুস্থ ৪২,আক্রান্ত ৩৭ জন

221

সিলেট,১৩ নভেম্বর ,২০২০(বাসস) : সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্য থেকে সুস্থ হয়েছেন ৪২ জন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭ জন। তবে এ সময়ে করোনাভাইরাসে বিভাগের মধ্যে কারো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, আজ শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৪২ জন সুস্থ হয়েছেন। নতুন সুস্থ হওয়ার মধ্যে সিলেট জেলার ৪১ ও সুনামগঞ্জের ১ জন রয়েছেন।সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮১৫ জনে। এরমধ্যে সিলেট জেলার ৭ হাজার ১৯১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৭৩ জন, হবিগঞ্জে ১ হাজার ৫৪৯ এবং মৌলভীবাজারের ১ হাজার ৭০২ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘন্টায় হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার কেউ সুস্থ হয়ে উঠেননি।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩৭ জন, এর মধ্যে সিলেট জেলায় ৩১ জন, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ৪ ও মৌলভীবাজার জেলার ১জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে প্রমাণিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১০৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৯৯৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৩৩, হবিগঞ্জে ১ হাজার ৮৬৬ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮১১ জন।
আজ সকাল ৮ টা পযর্ন্ত গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ জন, এর মধ্যে সিলেট জেলার ২ জন ও সুনামগঞ্জের ১ জন বাসিন্দা রয়েছেন। । এনিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ৫১ জন, সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জে ৩ ও মৌলভীবাজারের ১ জন রয়েছেন।
সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত বিভাগের চার জেলায় মোট মৃতের সংখ্যা ২৩৮ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৭৮ সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
বিভাগের চার জেলায় বর্তমানে হোম কোয়ারান্টাইনে আছেন ২০৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৮৪ জন, হবিগঞ্জে ২৭ এবং মৌলভীবাজারে ৯৫ জন। গত ২৪ ঘন্টায় হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় কেউ হোম কোয়ারান্টাইে যাননি।তবে সুনামগঞ্জ জেলায় বর্তমানে কোন লোক হোম কোয়ারান্টাইনে নেই।