বাসস দেশ-৪৫ : ফরিদপুরের দু’ভাই বরকত ও রুবেলের বিরুদ্ধে দুদকের মামলা

175

বাসস দেশ-৪৫
দুদক-মামলা
ফরিদপুরের দু’ভাই বরকত ও রুবেলের বিরুদ্ধে দুদকের মামলা
ঢাকা, ১২ নভেম্বর, ২০২০ (বাসস) : আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুরের সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে বলা হয়, সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই মো. ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে ৭২ কোটি ৮৪ লক্ষ ৭৯ হাজার ২ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
আজ দুদকের প্রধান কার্যালয়ের উপ পরিচালক মো. আলী আকবর মামলা দু’টি দায়ের করেন।
এক মামলায় ফরিদপুর জেলার কোতয়ালী থানার বাসিন্দা সাজ্জাদ হোসেন বরকতকে আসামি করা হয়।
তিনি অবৈধ উপায়ে অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত ৪৪ কোটি ৪৯ লাখ ৬৮ হাজার ৮৩২ টাকা মূল্যের সম্পদের মালিক হয়েছেন। তিনি তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে মোট ৩৬ কোটি ৪০ লাখ ৫৫ হাজার ৬৫২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
অপর মামলায় বরকতের ভাই মো. ইমতিয়াজ হাসান রুবেলকে আসামি করা হয়েছে। তিনিও অবৈধ উপায়ে জ্ঞাত আয় বহির্ভূত ২৮ কোটি ৩৫ লাখ ১০ হাজার ১৭০ টাকা মূল্যের সম্পদের মালিক হয়েছেন। তিনি তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে মোট ১৭ কোটি ৯০ লাখ ৩ হাজার ১৪১ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়।
বাসস/সবি/এফএইচ/২১১০/এএএ