বাসস দেশ-৪২ : চট্টগ্রাম বন্দরে বিদেশি নাবিকের মৃতদেহ উদ্ধার

170

বাসস দেশ-৪২
বিদেশী নাবিক-লাশ উদ্ধার
চট্টগ্রাম বন্দরে বিদেশি নাবিকের মৃতদেহ উদ্ধার
চট্টগ্রাম, ১২ নভেম্বর, ২০২০ (বাসস) : চট্টগ্রাম বন্দরে পানামার পতাকাবাহী ‘এমভি নিউ কারেজ’ জাহাজ থেকে ফিলিপাইনের নাবিক জেসি ইকেটার মৃতদেহ উদ্ধার হয়েছে। জাহাজটি বন্দরের এনসিটি-১ নম্বর জেটিতে অবস্থান করছে।
পানামা পতাকাবাহী ওই জাহাজটি বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে আসে। ৫২ বছর বয়সী ওই নাবিকের জাহাজে আগে মৃত্যু হলেও বন্দরকে বৃহস্পতিবার সকালেই অবহিত করা হয়।
জানা গেছে, ফিলিপাইনের নাগরিক জেসি ইকেটার পানামার পতাকাবাহী ‘এমভি নিউ কারেজ’ জাহাজের সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম বন্দরের উপ-পরিচালক ক্যাপ্টেন ফরিদ উদ্দিন বলেন, জাহাজটি চট্টগ্রাম বন্দরে প্রবেশের পর এখন নিহতের ময়নাতদন্তের প্রস্তুতি নেয়া হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ যথাযথ কর্তৃপক্ষকে হস্তান্তর কিংবা স্থানীয় শিপিং এজেন্টের মাধ্যমে ফিলিপাইন পাঠানো হবে।
বন্দরের একটি সূত্র জানায়, এমভি নিউ কারেজ জাহাজটি দক্ষিণ আফ্রিকা থেকে কাঠ ও ইউএন মিশনের গাড়ি নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে। যাত্রাপথে গত ২৪ অক্টোবর ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যান জাহাজের নাবিক জেসি ইকেটার। এরপর মরদেহটি জাহাজেই ফ্রিজিং করে রাখা হয়েছিল।
বাসস/জিই/কেএস/এমএমবি/১৯৪০/এবিএইচ