বাসস দেশ-৩৮ : ডিএসসিসি’র অভিযানে কাপ্তান বাজারে সকল অবৈধ দখলদার উচ্ছেদ

133

বাসস দেশ-৩৮
ডিএসসিসি-অভিযান
ডিএসসিসি’র অভিযানে কাপ্তান বাজারে সকল অবৈধ দখলদার উচ্ছেদ
ঢাকা, ১২ নভেম্বর, ২০২০ (বাসস) : রাজধানীর কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে বরাদ্দবিহীন সকল অবৈধ দখলদারকে উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমান আদালত।
এ ছাড়া আজ মালিবাগ ও ডেমরায় মশার প্রজননস্থল চিহ্নিতকরণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
ডিএসসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান আজ দ্বিতীয় দিনের মত কাপ্তান বাজার মার্কেটের ভবন-২ এ অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদের লক্ষ্যে অভিযান পরিচালনা করেন। মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ সময় বরাদ্দবিহীন আরও ৭৯ অবৈধ দখলদারকে উচ্ছেদ করে ৭৯ দোকানে তালা ঝুলিয়ে দেয়।
অভিযান প্রসঙ্গে ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘কাপ্তান বাজার মার্কেটের ভবন-২ এ গতকাল হতে বরাদ্দবিহীন অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম আমরা শুরু করেছি। সে কার্যক্রমের ধারাবাহিকতায় আজ দ্বিতীয় দিনে ৭৯ জন বরাদ্দবিহীন অবৈধ দখল উচ্ছেদ করে তালা লাগিয়ে দেয়া হয়েছে। আমরা সব মিলিয়ে কাপ্তান বাজার মার্কেটের ভবনে বরাদ্দবিহীন ১৪৯ জন অবৈধ দখলদারকে উচ্ছেদ করে তাদের প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দিয়েছি।’
এদিকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ নগরীর ১২ নম্বর ও ৬৬ নম্বর ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাজী ফয়সালের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অঞ্চল-১ এর ১২ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি ৩২টি স্থাপনা পরিদর্শন করে ২টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় ২টি মামলা দায়ের ও নগদ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
একই সাথে ডিএসএসসি নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত আজ অঞ্চল-৮ এর ৬৬ নম্বর ওয়ার্ডের নিউ টাউন সাইন বোর্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি ৩৫টি স্থাপনা পরিদর্শন করে ৩টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় ৩টি মামলা দায়ের ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ এ সময় ৭টি স্থাপনায় মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ পাওয়ায় স্থাপনা মালিকদেরকে দ্রুত পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য সতর্ক করেন।
সব মিলিয়ে তিনটি ভ্রাম্যমাণ আদালত ৫ মামলা দায়ের এবং নগদ ১ লাখ ২১ হাজার টাকা জরিমানা আদায় করেন।
বাসস/সবি/এমএসএইচ/১৯৩০/-শআ