বাসস ক্রীড়া-৯ : কোহলিকে আটকানের পরিকল্পনা করছেন বেলিস

125

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-বেলিস
কোহলিকে আটকানের পরিকল্পনা করছেন বেলিস
লন্ডন, ৭ আগস্ট ২০১৮ (বাসস) : লর্ডস টেস্টে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে আটকানোর পরিকল্পনা করছেন ইংল্যান্ডের কোচ ট্রেভর বেলিস। বার্মিংহামে সিরিজের প্রথম টেস্টে ১৪৯ ও ৫১ রান করেন কোহলি। তাই সিরিজের দ্বিতীয় টেস্টের আগে কোহলিকে নিয়ে চিন্তিত ইংলিশ কোচ বেলিস। তবে কোহলিকে চাপে ফেলার পথ পেয়ে গেছেন তিনি। বেলিস বলেন, ‘কোহলি যদি বিশ্বের সেরা ব্যাটসম্যান নাও হয়, তা হলেও খুব কাছাকাছি থাকবে সে। বার্মিংহাম টেস্টের প্রথম ও দ্বিতীয় ইনিংসে যেভাবে খেললো কোহলি, তা সত্যিই অসাধারণ। আমরা যদি ভারতের বাকি ব্যাটসম্যানদের ওপর চাপ সৃষ্টি করতে পারি, তবে কোহলির ওপরও পারা যাবে। তাহলে সে-ও ভালো পারফরমেন্স করতে পারবে না।’
দলের অন্য ব্যাটসম্যানরা ভাল খেলতে না পারলে স্বাভাবিকভাবেই অধিনায়কের ওপর চাপ সৃষ্টি হয় বলে মনে করেন বেলিস। তিনি বলেন, ‘ব্যাপারটা সবার ক্ষেত্রেই সমান। আমাদের দলটাকেই দেখুন। আমাদের দলে কয়েক জন ক্রিকেটার আছে, যারা এখনও দলে নিজেদের জায়গাটা পাকা করতে পারেনি। এর ফলে চাপটা এসে পড়েছে জো রুট-জনি বেয়ারস্টো- বেন স্টোকসদের ওপর। অবশ্য তারা ভালোভাবে চাপ সামলে নিয়েছে।’
সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৪৯ রান করেন কোহলি। মূলত তার ব্যাটিং নৈপুণ্যেই প্রথম ইনিংস থেকে বড় লিড নিতে পারেনি ইংল্যান্ড। ইংল্যান্ডের ২৮৭ রানের জবাবে ১৮২ রানে ৮ উইকেট হারিয়ে ফেলা ভারতকে ১৪৯ রানের ইনিংস খেলে কোহলি একাই টেনে নিয়েছেন।
এমনকি দ্বিতীয় ইনিংসেও ভারতের একমাত্র ভরসার প্রতীক ছিলেন কোহলি। ১৯৪ রানের টার্গেটে ভারতের আশা ভরসা ছিলেন কোহলি। কিন্তু কোহলি ৫১ রানে থেমে যাবার পরই ভারতের হার নিশ্চিত হয়ে যায়।
কোহলির দু’টি দুর্দান্ত ইনিংসের পরও প্রথম টেস্টে ব্যাটিং করা সহজ ছিলো না বলে মনে করেন বেলিস। তিনি বলেন, ‘প্রথম টেস্টের চার ইনিংসে দ্রুত উইকেট পড়েছে। ব্যাট করার সময় কেউই স্বাচ্ছন্দ্যে ছিল না। এমনকি কোহলিও নয়। আমার মনে হয়, প্রথম দিকে সে-ও যথেষ্ট অস্বস্তিতে ছিল। বার্মিংহামের পিচে ব্যাট করতে সত্যিই সমস্যা হয়েছে সকলের।’
তবে দ্বিতীয় টেস্টের আগে ভারতকে নিয়ে সর্তক বেলিস বলেন , ‘আমরা যেমন স্পিন খেলার ব্যাপারটা নিয়ে আলোচনা করবো, তেমনি তারাও সুইং সামলানোর ব্যাপার হোমওয়ার্ক করবে। ভারত খুব ভাল দল। আমাদের সতর্ক থাকতে হবে।’
বাসস/এএমটি/১৮২৫/মোজা/স্বব