‘এয়ার বাবল’ ব্যবস্থাতেই ভারত যাবেন সাকিব

277

ঢাকা, ১২ নভেম্বর ২০২০ (বাসস) : ক্রিকেটে ফেরার আগে ‘এয়ার বাবল’ ব্যবস্থাতেই ভারত সফরে যাবেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
বিষয়টি নিশ্চিত করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। এক টুইট বার্তায় ভারতীয় হাইকমিশন জানিয়েছে, সাকিব তাদের ‘এয়ার বাবল’ ব্যবস্থাপনার অংশ হওয়ায় তারা আনন্দিত। মূলত দুই প্রতিবেশি বাংলাদেশ-ভারতের বিমান চলাচল স্বাভাবিক করতেই এই বিশেষ আমন্ত্রণে ভারত যাবেন সাকিব।
ভারতীয় হাইকমিশন জানায়, ‘আইসিসির শীর্ষ স্থানীয় ক্রিকেটার ও বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে পেয়ে আজ ভারতীয় হাইকমিশন আনন্দিত। তিনি ভারত ও বাংলাদেশ দুই দেশেই ভীষণ জনপ্রিয় ক্রিকেটার। তিনি এয়ার বাবল ব্যবস্থাপনায় ভারত সফর করছেন।’
জুয়াড়ির প্রস্তাবের তথ্য গোপন করায় আইসিসি কর্তৃক এক বছরের জন্য নিষিদ্ধ ছিলেন সাকিব। গেল ২৮ অক্টোবর তার নিষেধাজ্ঞা শেষ হয়। এখন ক্রিকেটে ফেরার অপেক্ষায় আছেন তিনি।
গেল সপ্তাহে যুক্তরাষ্ট্র ফেরার পর বেশ কিছু বাণিজ্যিক কার্যক্রমে ব্যস্ত সময় কাটাচ্ছেন সাকিব।
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ দিয়ে ক্রিকেটে ফিরবেন অলরাউন্ডার সাকিব। আসন্ন আসরে জেমকন খুলনার হয়ে খেলবেন তিনি।