বাসস দেশ-১৯ : নির্বাচনে অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে : সিইসি

118

বাসস দেশ-১৯
নির্বাচন-অনিয়ম
নির্বাচনে অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে : সিইসি
ঢাকা, ৭ আগস্ট ২০১৮ (বাসস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নূরুল হুদা বলেছেন, পাবলিক নির্বাচনগুলোতে অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে।
আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘প্রতিবন্ধী ভোটারদের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ চ্যালেঞ্জ মোকাবেলা’ বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি ৫ সিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিটি নির্বাচন খুব বেশি সুখকর ছিলনা এমনটা মানতে রাজি নই। বড় বড় পাবলিক নির্বাচনে কিছু কিছু অনিয়ম হয়ে থাকে আমরা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থাও নিয়ে থাকি। বরিশালে বেশি অনিয়ম হয়েছে সেখানে আমরা বাড়তি ব্যবস্থা নিয়েছি।’
বর্তমানে নির্বাচনী পরিবেশ আছে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘সংবিধানের বিধান অনুসারে নির্বাচন হবে। আমি তো কোন অসুবিধা দেখি না।’
বর্তমান কমিশনের উপর জাতির আস্থা নেই ড. কামাল হোসেনের এমন মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ‘ড. কামাল হোসেন কিভাবে দেখেন তা আমি জানি না। কোন জাতির কি পরিসংখ্যান তার কাছে আছে আমার জানা নেই। একটা কথা বলতে হলে জাতির পরিসংখ্যান নিতে হবে। জাতি কি ড. কামাল সাহেবকে বলেছে নাকি, আমরা জাতি নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না।’
সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে তিনি বলেন, জাতীয় সংসদের প্রস্তুতি আগে থেকেই ছিল। অক্টোবরে তফসিল ঘোষণা হবে। ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির প্রথম দিকে সংসদ নির্বাচন হবে। নিয়ম অনুযায়ী জানুয়ারির ২৮ তারিখের মধ্যে নির্বাচন করতে হবে। তবে এখনো সিদ্ধান্ত হয়নি, কমিশন বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
বাসস/এএসজি/এমএসএইচ/১৮২৭/-কেএমকে