বাসস দেশ-৩৫ : রাজধানীতে ৭ বাসে আগুন : আটক ১, ককটেল উদ্ধার

127

বাসস দেশ-৩৫
বাস-আগুন-আটক
রাজধানীতে ৭ বাসে আগুন : আটক ১, ককটেল উদ্ধার
ঢাকা, ১২ নভেম্বর, ২০২০ (বাসস): রাজধানীর বিভিন্ন স্থানে আজ দুপুরে হঠাৎ সাতটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল সিকদার বাসসকে জানান, আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে পৃথক স্থানে এসব বাসে আগুন দেওয়া হয়। তবে কোথাও কেউ হতাহত হয়নি।
রাসেল সিকদার বলেন, প্রথম আগুনের ঘটনা ঘটে শাহজাহানপুরে একটি বাসে। এরপর কাঁটাবন, মতিঝিলের মধুমিতা সিনেমা হলের কাছে, গুলিস্তানে গোলাপ শাহ মাজার এলাকার পীর ইয়েমেনি মার্কেটের সামনে, বংশালের নয়াবাজার, প্রেস ক্লাবের কাছে ও নতুন বাজারে বাসে আগুন দেওয়া হয়। বাসে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য দ্রুত ছুটে আসে। এর মধ্যে কাঁটাবনে একটি বাস সম্পূর্ণ পুড়ে যায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার ওয়ালিদ হোসেন বাসসকে বলেন, বিশৃংঙ্খলা সৃষ্টির লক্ষ্যে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বাসে আগুন দিয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এঘটনার পর পুলিশ রাজধানীতে অভিযান চালিয়ে একটি ককটেলসহ একজনকে আটক করেছে।
বাসস/এএসজি/এমএমবি/১৮৪০/-শআ