বাসস বিদেশ-৭ : স্মৃতি ইরানির কোভিড-১৯ টেস্ট নেগেটিভ

102

বাসস বিদেশ-৭
ভাইরাস-স্মৃতি ইরানি
স্মৃতি ইরানির কোভিড-১৯ টেস্ট নেগেটিভ
নয়াদিল্লি, ১২ নভেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : ভারতের কেন্দ্রিয় মন্ত্রী স্মৃতি ইরানি বৃহস্পতিবার জানিয়েছেন, তার কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ ফলাফল এসেছে। এর আগে, গত ২৮ অক্টোবর তিনি জানিয়েছিলেন যে, তার করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষায় পজেটিভ শনাক্ত হয়েছে। খবর পিটিআই-এর।
ইরানি এক টুইট বার্তায় বলেন, ‘আমি কোভিড-১৯ পরীক্ষা করানোর পর নেগেটিভ ফলাফল এসেছে। সকলের শুভ কামনা ও প্রার্থনার জন্য আমি আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।’
বাসস/অনু-জেজেড/১৮১২/-শআ