করোনায় আক্রান্ত বাশার

341

ঢাকা, ১২ নভেম্বর ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আজ সাংবাদিকদের বলেন, ‘দু’দিন জ্বরে আক্রান্ত হবার পর, করোনা পরীক্ষার জন্য নমুনা দেই এবং তাতে রিপোর্ট পজিটিভ আসে।’
বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন বাশার।
তিনি আরও বলেন, ‘আমি এখন আমরা বাসায় আইসোলেশনে আছি। জ্বর ছাড়া, আল্লাহর রহমতে আমার অন্য কোন সমস্যা নেই। প্রার্থনা করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি।’
সম্প্রতি, বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও টেস্ট অধিনায়ক মোমিনুল হক করোনা ভাইরাসে আক্রান্ত হন।
করোনা আক্রান্ত হওয়াতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফ থেকে ছিটকে পড়েন মাহমুদুল্লাহ।