বাসস দেশ-২৩ : চট্টগ্রামে মাস্ক না পরায় ৩০ জনের কারাদন্ড

95

বাসস দেশ-২৩
মাস্ক-জরিমানা
চট্টগ্রামে মাস্ক না পরায় ৩০ জনের কারাদন্ড
চট্টগ্রাম, ১২ নভেম্বর, ২০২০ (বাসস) : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার টেরিবাজার ও চেরাগী পাহাড় এলাকায় মাস্ক ব্যবহার না করায় ৩০ জনকে ৬ ঘণ্টার আটক আদেশ দিয়েছে জেলা প্রশাসন। একই অভিযানে আরও অন্তত ৭৫ জনকে অর্থদন্ড করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, ‘নগরীর টেরিবাজারও চেরাগি পাহাড় এলাকায় আজ সকাল সাড়ে ১০টা থেকে অভিযান পরিচালনা করা হয়। এতে পথচারী, দোকানি, গণপরিবহনের ড্রাইভার ও সহকারিসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষকে মাস্ক না পরার দায়ে ১’শ থেকে ৫’শ টাকা পর্যন্ত জরিমানা করা হয়। জনসচেতনতামূলক এ অভিযানে ৩০ জনকে মাস্ক না পরায় ৬ ঘণ্টার আটকাদেশ দেয়া হয়। ৭৫ জনকে মোট ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাপ থেকে সাধারণ জনগণকে সচেতন করতে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বাসস/জিই/কেএস/কেসি/১৭০২/অমি