বাসস দেশ-২২ : তালমা নদী দখল বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

94

বাসস দেশ-২২
হাইকোর্ট-আদেশ
তালমা নদী দখল বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ
ঢাকা, ১২ নভেম্বর, ২০২০ (বাসস) : পঞ্চগড় জেলা শহরের উপকণ্ঠে প্রবহমান তালমা নদী দখল ও ভরাট ৭২ ঘন্টার মধ্যে বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভরাট বন্ধ বিষয়ে পদক্ষেপ গ্রহণ ও নির্দেশ বাস্তবায়নের জন্যে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দিয়েছেন আদালত।
এ আদেশ বাস্তবায়ন করে ১৫ দিনের মধ্যে তাদেরকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
এ সংক্রান্ত আনা এক রিটের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার ১২ নভেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীম সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
একই সাথে রুল জারি করেছেন আদালত। রুলে তালমা নদী রক্ষায় সংশ্লিষ্টদের নিস্ক্রিয়তা কেন অবৈধ ও বে-আইনী ঘোষণা করা হবে না এবং সিএস ও আরএস অনুযায়ী নদীটি দখলমুক্ত ও ভরাট বন্ধ করে তা রক্ষায় কেনো নির্দেশ দেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে।
আগামী চার সপ্তাহের মধ্যে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্টদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি এটর্নি জেনারেল নওরোজ চৌধুরী রাসেল।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান এ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এর পক্ষ থেকে রিটটি করা হয়।
গত ৩ নভেম্বর “পঞ্চগড়ে প্রকাশ্যে নদী দখল” শিরোনামে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পঞ্চগড় জেলা শহরের উপকণ্ঠে প্রবহমান তালমা নদী দখল চলছে। কয়েক দিন ধরে শত শত ট্রলি দিয়ে বালু ফেলে নদীটিকে দখল করছে সৌদি বাংলা এনভায়রনমেন্ট অ্যান্ড ইকো ফ্রেন্ড লিমিটেড নামের একটি বেসরকারি কোম্পানি। এর আগে নদী দখল করে গড়ে উঠেছে হিমালয় বিনোদন পার্ক নামের একটি বিনোদন কেন্দ্র। ফলে নদীটি এখন প্রায় অর্ধমৃত অবস্থায়। নদীটি অচিরেই বিলীন হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। নদীটি বিলীন হলে পরিবেশ এবং কৃষি অর্থনীতির ওপর বিরাট প্রভাব পড়বে বলে মনে করছেন পরিবেশবাদীরা।
বাসস/এএসজি/ডিএ/১৭০০/অমি