নাটোরে করোনাভাইরাসের ২য় পর্যায়ের সংক্রমণ প্রতিরোধে প্রচারাভিযান শুরু

355

নাটোর, ১২ নভেম্বর, ২০২০ (বাসস) : করোনাভাইরাসের ২য় পর্যায়ের সংক্রমণ প্রতিরোধে সচেতনতামুলক প্রচারাভিযান শুরু করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত জেলা কমিটির উদ্যোগে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নাটোর প্রেসক্লাব চত্বরে এ উপলক্ষে আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শিমুল। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ সমাবেশ প্রধানের দায়িত্ব পালন করেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি।
সমাবেশে বক্তারা বলেন, করোনাভাইরাসের ২য় পর্যায়ের সংক্রমণ প্রতিরোধে সরকার আগাম ব্যবস্থা গ্রহণ করেছে। কার্যকর পরিকল্পনা প্রণয়ন ও তার বাস্তবায়নের মধ্য দিয়ে ১ম পর্যায়ের মতই করোনাভাইরাসের ২য় পর্যায়ের সংক্রমণ প্রতিরোধে আমরা সফল হবো।
বক্তারা ঘরের বাইরে মানুষের চলাচলে করোনা ভাইরাসের সাধারণ স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হলে নিজে নিরাপদ থাকা সম্ভব হবে এবং অন্যদেরকেও নিরাপদ রাখা সম্ভব হবে। স্বাস্থ্যবিধি অনুসরণে ব্যতয় ঘটলে সচেতনতামূুলক প্রচারাভিযানের পর প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিধি লংঘনকারীকে জেল-জরিমানার আওতায় আনা হবে।
জেলা প্রশাসন আয়োজিত সমাবেশ শেষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।