জয়পুরহাটে উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত

498

জয়পুরহাট, ১২ নভেম্বর, ২০২০ (বাসস) : কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চল ধলাহার ইউনিয়নের প্রবীণ কেন্দ্রে আজ বৃহষ্পতিবার সকাল ১০টায় উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সংযোগ বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়।
’’নিরাপদ খাদ্য ভোক্তা খাবে, ন্যায্য মূল্য কৃষক পাবে” এ স্লোগানকে সামনে রেখে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় স্থানীয় বে-সরকারি উন্নয়ন সংস্থা ’জাকস ফাউন্ডেশন’ উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সংযোগ কর্মসূচী বাস্তবায়ন করছে। এ খাতে ঋণ বিতরণের পরিমান হচ্ছে ২ কোটি ৫০ লাখ টাকা। জাকস ফাউন্ডেশনের যুগ্ম পরিচালক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার সিনিয়র প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মামুনুর রশিদ, পাঁচবিবি উপজেলা ভ্যাটেনারী সার্জন ডা: হাসানুজ্জামান, ধলাহার ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন আহমেদ, জাকস ফাউন্ডেশনের সিনিয়র সহকারি পরিচালক ( প্রোগ্রাম) কৃষিবিদ ওবায়দুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: জহুর আলী প্রমূখ। কৃষকের উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বাজার সংযোগের জন্য জাকস ফাউন্ডেশনের পরিচালনায় কৃষিপণ্য বিপণন কেন্দ্র গুলোও বিশেষ ভূমিকা পালন করছে বলে কর্মশালায় জানানো হয়। কৃষকের উৎপাদিত সকল ধরনের পণ্য রাজধানী ঢাকাতে বিপণনের জন্য লিংকেজ তৈরি করা হয়েছে। কর্মশালায় সদর উপজেলার ৫০ জন উদ্যোক্তা ও ব্যবসায়ীরা আংশগ্রহণ করেন।