বাসস দেশ-১৬ : বৈষম্যমুক্ত বিশ্ব প্রতিষ্ঠায় তরুণ সংসদ সদস্যগণের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ : স্পিকার

129

বাসস দেশ-১৬
স্পিকার-তরুণ সংসদ সদস্য
বৈষম্যমুক্ত বিশ্ব প্রতিষ্ঠায় তরুণ সংসদ সদস্যগণের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ : স্পিকার
ঢাকা, ৭ আগস্ট, ২০১৮ (বাসস) : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মানবিক ও বৈষম্যমুক্ত বিশ্ব প্রতিষ্ঠায় তরুণ সংসদ সদস্যগণের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
তার সাথে ইউএন সেক্রেটারি জেনারেল এর স্পেশাল এনভয় অন ইয়ূথ জায়াথমা বিক্রমানায়েকে আজ তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন।
সাক্ষাতকালে তাঁরা তরুণ সংসদ সদস্যদের ভূমিকা, নারী ক্ষমতায়ন, বাল্যবিবাহ রোধ ও যুব উন্নয়ন বিষয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, তরুণ সংসদ সদস্যগণ ভবিষ্যৎ নেতৃত্ব দিবেন। এ সময় তিনি বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ খুবই আশাব্যঞ্জক বলে উল্লেখ করেন।
ড. শিরীন শারমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তথ্য-প্রযুক্তির মহাসড়কে আজ বাংলাদেশের অবস্থান। বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে ইন্টারনেট সেবা বিস্তৃত করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়েছে । তথ্য-প্রযুক্তিতে সক্ষমতা বাড়াতে সরকার প্রতিটি বিদ্যালয়ে শেখ রাসেল কম্পিউটার ল্যাব স্থাপন করেছে যা নতুন প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশের সাথে যুক্ত করেছে।
ইউএন সেক্রেটারি জেনারেল এর স্পেশাল এনভয় অন ইয়ূথ বলেন, জাতিসংঘ তরুণ নেতৃত্বকে সাথে নিয়ে কাজ করতে আগ্রহী। এ সময় তিনি তরুণ পার্লামেন্টারীয়ানদের দক্ষতাবৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া সংসদ ভবনে আজ নাহিম রাজ্জাক এমপির নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদের তরুণ সংসদ সদস্যদের সাথে জাতিসংঘ সেক্রেটারি জেনারেল এর স্পেশাল এনভয় অন ইয়ূথ জায়াথমা বিক্রমানায়েকে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে তাঁরা সংসদীয় কার্যক্রম, সংসদীয় স্থায়ী কমিটির ভূমিকা, তরুণ সংসদ সদস্যদের ভূমিকা, এসডিজি এবং বাল্যবিবাহ বিষয়ে আলোচনা করেন।
মতবিনিময় সভার সভাপতি নাহিম রাজ্জাক এমপি বলেন, বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশের এলিট গ্রুপে য্ক্তু হয়েছে। ফজিলাতুন নেসা বাপ্পি এমপি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের তরুণরা অগ্রণী ভূমিকা পালন করেছে বলে উল্লেখ করেন। জাতীয় পার্টির মো: ইয়াহইয়া চৌধুরী এমপি বলেন, বর্তমান সংসদে বিরোধীদল হিসেবে জাতীয় পার্টি সংসদে উপস্থিত থেকে সরকারী দলের বিভিন্ন কার্যক্রমের গঠনমূলক সমালোচনা করছে। এতে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হচ্ছে।
জায়াথমা বিক্রমানায়েকে বলেন, জাতিসংঘ বাংলাদেশের তরুণ সংসদ সদস্যদের নেতৃত্ব বিকাশে এবং বাল্যবিবাহ প্রতিরোধে একসাথে কাজ করতে আগ্রহী। এসময়ে তিনি বাল্যবিবাহ প্রতিরোধে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।
নাহিম রাজ্জাক এমপি’র সভাপতিত্বে সভায় বেগম ফজিলাতুন নেসা বাপ্পি এমপি, সেলিনা জাহান লিটা এমপি, অনুপম শাহজাহান জয় এমপি, এডভোকেট নাভানা আক্তার এমপি, সাবিনা আক্তার তুহিন এমপি, মো: ইয়াহইয়া চৌধুরী এমপি এবং পীর ফজলুর রহমান এমপি অংশগ্রহণ করেন।
বাসস/সবি/এমআর/১৭৫৫/কেকে