বাসস দেশ-১৫ : ডিএমপি’র ভ্রাম্যমাণ আদালতের ১৯ মামলা

117

বাসস দেশ-১৫
ডিএমপি-ভ্রাম্যমাণ আদালত
ডিএমপি’র ভ্রাম্যমাণ আদালতের ১৯ মামলা
ঢাকা, ৭ আগস্ট, ২০১৮ (বাসস) : ট্রাফিক আইন ভঙ্গের অপরাধে ডিএমপি’র ভ্রাম্যমাণ আদালত আজ ১৯টি মামলা দায়ের করেছে।
এ সময় চালকের লাইসেন্স না থাকা এবং ফিটনেন্স বিহীন গাড়ি চালানোর অপরাধে ২ হাজার ৯৪০ টাকা জরিমানা আদায় করা হয়।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
সড়কে অনাকাঙ্খিত দুর্ঘটনা প্রতিরোধ এবং নগরবাসীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং এলাকায় আজ এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৩ জন চালক ও ফুটওভার ব্রীজ ব্যবহার না করায় ১৯ জন পথচারীকে সাজা প্রদান করা হয়।
এছাড়া, কাগজপত্র না থাকায় একটি বাস আটক করা হয় বলে ডিএমপি সূত্র জানায়।
বাসস/এফএইচ/১৭৫৫/আরজি