নড়াইলে দেশের ইতিহাস সম্বলিত ম্যুরাল উদ্বোধন

237

নড়াইল, ১১ নভেম্বর ২০২০ (বাসস): জেলায় আজ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৯৪৭ সাল থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট পর্যন্ত দেশের ইতিহাস সম্বলিত ষাটফুট দীর্ঘ একটি ম্যুরাল পেইন্টিং উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের সামনে এ ম্যুরাল পেইন্টিং উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।
এ সময় জেলা যুবলীগের আহবায়ক মো. ওয়াহিদুজ্জমান, সদর উপজেলা যুবলীগের আহবায়ক মিনা মরফিদুল হাসান শিল্পী, কালিয়া উপজেলা যুবলীগের আহবায়ক খান রবিউল ইসলাম, নড়াগাতি থানা যুবলীগের আহবায়ক হাদিউজ্জামান হাদি প্রমুখ ছিলেন।
জানা গেছে, জেলা যুবলীগের আহবায়ক মো ওয়াহিদুজ্জমানের উদ্যোগে ২৬ লাখ টাকা ব্যয়ে এ ম্যুরালটি নির্মিত হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে দেশের ইতিহাস সম্পর্কে জানতে পারে সেজন্য নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের সামনে এ ম্যুরালটি নির্মান করা হয়েছে।
ম্যুরালে মহান ভাষা আন্দোলন, ‘৬৬ সালের ছয়দফা আন্দোলন, ‘৭০ সালের নির্বাচন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘৭১-এর ৭ মার্চের ভাষণ, মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারবর্গের ছবি স্থান পেয়েছে।
এর আগে, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকালে জেলা যুবলীগের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনাসভা, কেককাটা হয়।