নেপালের বিপক্ষে খেলার জন্য আমরা প্রস্তুত : তপু

158

ঢাকা, ১১ নভেম্বর ২০২০ (বাসস) : মুজিব বর্ষ ফিফা প্রীতি ফুটবল ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আগামী শুক্রবার নেপালের মুখোমুখি হবে বাংরাদেশ জাতীয় ফুটবল দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। ঘরের মাঠে হওয়াতে ম্যাচটিকে নিয়ে স্বাভাবিক ভাবে দর্শকদের প্রত্যাশাও বেশী। ফুটবলাররা চাইছে নেপালের বিপক্ষে ভাল কিছু উপহার দিতে।
আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের সময় জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মন বলেন,‘ নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য আমরা ৯০ ভাগ প্রস্তুত। সবার ফিটনেসের উন্নতি ঘটেছে, মানষিকভাবেও উন্নতি এসেছে। ম্যাচে যদি আমরা নিজেদের শতভাগ সামর্থ্য দিয়ে খেলতে পারি, তাহলে বাকী ১০ ভাগের ঘাটতি পুষিয়ে দিতে পারব।
আশা করছি আমরা নিজেদের শতভাগ দিয়ে ভাল ফুটবল উপহার দিতে পারব। ’
এ দিকে নেপালীরাও পুর্ন শক্তির দল নিয়ে ঢাকা আসতে পারেনি। তাদের শীর্ষ সারির চার ফুটবলার কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত। এমন পরিস্থিতিতে তপু মনে করেন নেপালের তুলনায় বাংলাদেশের সুযোগ বেশী থাকবে। কারণ তারা সেরা ৫ খেলোয়াড়ের চারজনকেই রেখে এসেছে। এছাড়া পুর্ন শক্তির বাংলাদেশ একত্রে অনুশীলনের সুযোগ পেয়েছে।
তপুর আশা ম্যাচে নেপালের চেয়ে অনেক ভাল পারফর্মেন্স দেখাতে সক্ষম হবে বাংলাদেশ। নিজেদের ভালটা দিয়ে ফল পাবার জন্য সতীর্থরা মুখিয়ে আছে বলেও জানান তিনি। সিরিজের দ্বিতীয় ম্যাচটিও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। দুটি ম্যাচই শুরু হবে বিকেল ৫টায়।