বাজিস-১৩ : ফেনীতে মাস্ক না পরায় দশজনকে জরিমানা

167

বাজিস-১৩
ফেনী- জরিমানা
ফেনীতে মাস্ক না পরায় দশজনকে জরিমানা
ফেনী, ১১ নভেম্বর ২০২০ (বাসস): জেলায় আজ করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসারে মাস্ক না পরায় দশজনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আফসানা এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বুধবার বিকালে শহরের ট্রাংক রোডে করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও স্বাস্থ্যবিধি বাস্তবায়নে অভিযানে বের হয় ভ্রাম্যমান আদালত। এসময় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মাস্ক না পরায় দন্ডবিধিএর ১৮৮ ও ২৬৯ ধারায় ১০জন পথচারীকে একশ’ টাকা করে মোট একহাজার টাকা জরিমানা করা হয়।
আফরোজা আফসানা জানান, একই সময় ফুটপাত অবৈধভাবে দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় দুই দোকানিকে পাঁশ’ টাকা করে মোট একহাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ফেনী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/২০১৫/এমকে