বাজিস-১০ : ভোলায় মাস্ক না পরায় ২৩ জনের কারাদন্ড ও জরিমানা

151

বাজিস-১০
ভোলা- জরিমানা
ভোলায় মাস্ক না পরায় ২৩ জনের কারাদন্ড ও জরিমানা
ভোলা, ১১ নভেম্বর, ২০২০ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ মাস্ক না পরার অপরাধে ২৩ জনকে কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এর মধ্যে মাস্ক না পরার দায়ে ছয়জনকে পাঁচদিন করে কারাদন্ড এবং ১৭ জনকে মোট ১৯ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
আজ বুধবার বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত জেলা প্রশাসনের দ’ুটি ভ্রাম্যমান আদালত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই দন্ড প্রদান করে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদুয়ানুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাস্ক না ব্যবহারের দায়ে দুইজনকে পাঁচদিন করে জেল ও আটজনকে মোট আটহাজার পাঁচশ’ টাকা জরিমানা করেন।
একই সময়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মো. শায়েকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত চারজনকে পাঁচদিন করে কারাদন্ড এবং নয়জনকে মোট দশহাজার পাঁচশ’ টাকা জরিমানা করেন।
বাসস/এইচএএম/১৭০৬/এমকে