বাজিস-১১ : ঝালকাঠিতে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

134

বাজিস-১১
ঝালকাঠি- কৃষি প্রযুক্তি মেলা
ঝালকাঠিতে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু
ঝালকাঠি, ১১ নভেম্বর ২০২০ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ থেকে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
আজ বুধবার সকালে মেলার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।
এ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাটি শহর ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিন উদ্দিন তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জহিরুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রিফাত সিকদার প্রমুখ।
এই কৃষি প্রযুক্তি মেলায় ১১টি স্টলে বিভিন্ন কৃষি পণ্য ও প্রযুক্তি পরিদর্শন করা হচ্ছে।
বাসস/সংবাদদাতা/১৭১৫/এমকে