বাসস ক্রীড়া-১০ : কোহলি না থাকায় টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছেন ওয়াহ-ভন

99

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-ওয়াহ-ভন
কোহলি না থাকায় টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছেন ওয়াহ-ভন
নয়া দিল্লি, ১১ নভেম্বর ২০২০ (বাসস) : প্রথমবারের মত বাবা হচ্ছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তাই অস্ট্রেলিয়া সফরে শেষ তিন টেস্টে খেলবেন না কোহলি। কোহলি না থাকায় আসন্ন সিরিজে হতাশ অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়ান। তাই অস্ট্রেলিয়াকে ফেভারিট বলছেন ওয়াহ। ফেভারিটের তকমা নিয়ে সহজেই অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ জিতবে বলে মনে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও।
২০১৮ সালে অস্ট্রেলিয়া সফরে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিলো বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। ঐ আসরে অস্ট্রেলিয়া দলে ছিলেন সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। আসন্ন টেস্ট সিরিজে খেলবেন স্মিথ ও ওয়ার্নার। তবে ভারতের হয়ে চার ম্যাচ সিরিজের শেষ তিন টেস্টে খেলবেন না কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে পিতৃত্বকালীন ছুটি আবেদন করে তা পেয়েছেন তিনি।
কোহলি খেলবেন না বলে হতাশা স্টিভ ওয়াহ। তিনি বলেন, ‘সিরিজের তিন ম্যাচ খেলবে না কোহলি। আমি এজন্য হতাশ। তবে এটাও ঠিক, সবার আগে পরিবার। তবে অবাকও হচ্ছি, ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সিরিজে সে থাকছে না।’
তিনি আরও বলেন, ‘আসন্ন সিরিজটি অনেকটা আগের মত হয়ে যাচ্ছে। যখন স্মিথ-ওয়ার্নার অস্ট্রেলিয়া দলে ছিলো না। আর ভারত টেস্ট সিরিজ জিতেছিল। এবার কোহলি নেই, তাই অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের সম্ভাবনা অনেক বেশি।’
ওয়াহর মত একই সুরে কথা বললেন ভনও। পাশাপাশি কোহলির ছুটির সিদ্বান্তকে ইতিবাচকভাবেই দেখছেন ভন। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া সফরে তিন টেস্ট খেলবে না কোহলি। প্রথম সন্তানের জন্মের সময়টায় স্ত্রীর পাশে থাকাটা সঠিক সিদ্ধান্ত। তবে এটি বলতেও কোন দ্বিধা নেই, চার ম্যাচের টেস্ট সিরিজ অস্ট্রেলিয়া হেসেখেলেই জিতবে। কোহলি থাকলে, হাড্ডাহাড্ডি লড়াই হতো। কিন্তু এমন সিরিজে বিশ্বের সেরা ব্যাটসম্যানই থাকবে না। সেখানে নিজেদের কন্ডিশন ও কোহলি না থাকার সুযোগ কাজে লাগিয়ে সিরিজ জিতবে অস্ট্রেলিয়াই।’
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে গোলাপি বলের টেস্ট দিয়ে শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ। ১৭ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে হবে দিবা-রাত্রির টেস্ট। মেলবোর্নে ২৬ ডিসেম্বর হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। সিডনিতে ৭ জানুয়ারি হবে তৃতীয় টেস্ট। ১৫ জানুয়ারি, গাব্বাতে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট।
বাসস/এএমটি/১৭১৩/স্বব