বাসস দেশ-২৬ : সিলেট বিভাগে ২৪ ঘন্টায় করোনায় সুস্থ ৬১, আক্রান্ত ৬২ জন

173

বাসস দেশ-২৬
সিলেট-করোনা
সিলেট বিভাগে ২৪ ঘন্টায় করোনায় সুস্থ ৬১, আক্রান্ত ৬২ জন
সিলেট, ১০ নভেম্বর, ২০২০ (বাসস) : সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৬১ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২ জন। একই সময়ে করোনাভাইরাসে বিভাগের মধ্যে কারো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছে, আজ সকাল ৮ টা পর্যন্ত সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৬১ জন সুস্থ হয়েছেন। নতুন সুস্থ হওয়ার মধ্যে সিলেট জেলার ৪৯ জন, সুনামগঞ্জে ১০ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজার জেলার ১ জন বাসিন্দা রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৫৩ জনে। এরমধ্যে সিলেট জেলার ৭ হাজার ৪৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৬৩ জন, হবিগঞ্জে ১ হাজার ৫৪৯ জন এবং মৌলভীবাজারের ১ হাজার ৬৯৪ জন সুস্থ হয়েছেন।
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৬২ জন, এর মধ্যে সিলেট জেলায় ৫৫ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজার জেলায় ১ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৯৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৯০৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪২৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৫৮ জন এবং মৌলভীবাজারে ১ হাজার ৮০৮ জন।
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ জন। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে সিলেট বিভাগে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাড়িয়েছে ৫২ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪৬ জন, সুনামগঞ্জে ২জন, হবিগঞ্জের ৩ জন ও মৌলভীবাজারে ১ জন রয়েছেন।
সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত বিভাগের চার জেলায় মোট মৃতের সংখ্যা ২৩৭ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৭৪ সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন ও মৌলভীবাজারে ২২ জন।
বিভাগের চার জেলায় বর্তমানে হোম কোয়ারান্টাইনে আছেন ১৯৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭৩ জন, হবিগঞ্জে ২৭ জন, মৌলভীবাজারে ৯৫ জন। গত ২৪ ঘন্টায় হবিগঞ্জ জেলায় নতুন করে কেউ হোম কোয়ারান্টাইনে যাননি। সুনামগঞ্জ জেলায় বর্তমানে কোন লোক হোম কোয়ারান্টাইনে নেই।
বাসস/মকসুদ/কেসি/১৯১০/-শআ