বাসস দেশ-২৫ : ডিএনসিসির হোল্ডিং ট্যাক্স রেয়াত ও সারচার্জ ছাড়াই ট্রেড লাইসেন্স নবায়নের সময় বৃদ্ধি

149

বাসস দেশ-২৫
ডিএনসিসি-হোল্ডিং ট্যাক্স
ডিএনসিসির হোল্ডিং ট্যাক্স রেয়াত ও সারচার্জ ছাড়াই ট্রেড লাইসেন্স নবায়নের সময় বৃদ্ধি
ঢাকা, ১০ নভেম্বর, ২০২০ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকাধীন গৃহ করদাতাদের জন্য বকেয়াসহ ২০২০-২০২১ অর্থবছরের ৪ কিস্তির হোল্ডিং ট্যাক্স একত্রে পরিশোধ করা হলে চলতি অর্থ বছরের অর্থাৎ ২০২০-২০২১ অর্থ বছরের ৪ কিস্তির উপর ১০ শতাংশ রিবেটের বা রেয়াতের সময়সীমা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
এছাড়া ব্যবসায়ীদের জন্য সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমাও আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
বর্ধিত সময়ের মধ্যে বকেয়াসহ ২০২০-২০২১ অর্থ বছরের ৪ কিস্তির হোল্ডিং ট্যাক্স একত্রে পরিশোধ করে চলতি অর্থ বছরের ৪ কিস্তির উপর ১০ শতাংশ রিবেট গ্রহণের জন্য গৃহ করদাতা এবং সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ গ্রহণের জন্য ব্যবসায়ীদের ডিএনসিসির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
বাসস/সবি/এমএসএইচ/১৮৫৮/এএএ