বাসস বিদেশ-১০ : উ.কোরিয়ায় দ.কোরীয় নাগরিকের মুক্তি

143

বাসস বিদেশ-১০
উ.কোরিয়া-বন্দী-কূটনীতি
উ.কোরিয়ায় দ.কোরীয় নাগরিকের মুক্তি
সিউল, ৭ আগস্ট, ২০১৮ (বাসস ডেস্ক) : দক্ষিণ কোরিয়ার এক বন্দীকে মঙ্গলবার মুক্তি দিয়েছে উত্তর কোরিয়া। সীমান্ত পার হওয়ার অভিযোগে গত মাসে তাকে গ্রেফতার করা হয়। সিউলে একত্রীকরণ মন্ত্রণালয় ‘মানবিক’ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। খবর এএফপি’র।
মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, সোমবার উত্তর কোরিয়ার পক্ষ থেকে দক্ষিণ কোরিয়াকে জানানো হয় গত ২২ জুলাই সীমান্ত পার হয়ে উত্তর কোরিয়ায় অনুপ্রবেশের কারণে গ্রেফতারকৃত ব্যক্তিকে মুক্তি দেয়া হবে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম সু বলে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত এপ্রিলে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মাঝে শীর্ষ সম্মেলনের পর দুই দেশের সম্পর্কে উন্নতি ঘটে।
বাসস/এসই/৩-৪০/জুনা