আর্জেন্টাইন দল থেকে ছিটকে গেলেন দিবালা

238

বুয়েন্স আয়ার্স, ১০ নভেম্বর ২০২০ (বাসস) : বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকান অঞ্চলের ম্যাচের আগে আর্জেন্টাইন দল থেকে ছিটকে গেছেন জুভেন্টাস তার পাওলো দিবালা। অসুস্থতার কারনে দিবালা খেলতে পারছেন না বলে আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনে নিশ্চিত করেছেন।
৭২ মিলিয়ন পাউন্ডের এই প্লে মেকার রোববার ল্যাজিওর বিপক্ষে জুভেন্টাসের ১-১ গোলে ড্রয়ের ম্যাচটিতে বদলী বেঞ্চ থেকে মাঠে নেমেছিলেন। এর আগে গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে হাঙ্গেরিয়ান ক্লাব ফেরেনভারোসের বিপক্ষে তুরিনের জায়ান্টদের হয়ে ৪-১ গোলের জয়ের ম্যাচটিতে গোল করেছিলেন দিবালা।
প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে বিশ^কাপ বাছাইপর্বের ম্যাচের জন্য তাকে দলে ডেকেছিলেন আর্জেন্টাইন জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। ২৬ বছর বয়সী দিবালা ছাড়াও মিডফিল্ডার মার্কোস আকুনাকেও দলে পাচ্ছেননা না স্কালোনি। শনিবার সেভিয়ার হয়ে খেলতে গিয়ে পেশীর ইনজুরিতে পড়েছেন আকুনা।
পাঁচবারের সিরি-এ বিজয়ী দিবালা সর্বশেষ গত বছর আলেবিসেলেস্তের হয়ে মাঠে নেমেছিলেন। এরপর বিভিন্ন কারনে তার আর জাতীয় দলে খেলার হয়নি।