বাসস দেশ-৫ : মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণে বাল্যবিয়ে রোধ করা প্রয়োজন : চিফ হুইপ

114

বাসস দেশ-৫
চিফ হুইপ-মাতৃস্বাস্থ্য
মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণে বাল্যবিয়ে রোধ করা প্রয়োজন : চিফ হুইপ
ঢাকা, ৭ আগস্ট, ২০১৮ (বাসস) : চিফ হুইপ আ.স.ম ফিরোজ বলেছেন, মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণে বাল্যবিয়ে রোধ করা প্রয়োজন।
তিনি এ ব্যাপারে সরকারের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
আজ জাতীয় সংসদে ইউএনএফপিএ এর অর্থায়নে সংসদ সচিবালয় থেকে বাস্তবায়নাধীন জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ে সংসদের সক্ষমতা শক্তিশালীকরণ (এসপিসিপিডি) শীর্ষক প্রকল্পের আওতায় গঠিত ‘মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণ’ সভায় এ কথা বলেন।
সভায় চিফ হুইপ প্রকল্পের মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণের পাশাপাশি পরিবার পরিকল্পনার বিষয়টি অন্তর্ভূক্ত করার সুপারিশ করেন।
সভায় সদস্যগণ মাতৃমৃত্যুর সঠিক কারণ নিণর্য় করা এবং তা প্রতিরোধ করার লক্ষ্যে মাতৃস্বাস্থ্য সুরক্ষা বিষয়ক বিল প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
চিফ হুইপ আ.স.ম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কমিটির সদস্য মোঃ শাহাবউদ্দিন এমপি, মো. হাবিবে মিল্লাত এমপি এবং ডা. মো. এনামুর রহমান এমপি অংশ নেন।
সভায় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদার, প্রকল্প পরিচালক এম,এ কামাল বিল্লাহ্সহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ইউএনএফপিএ’র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৫২৫/শহক